
নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তখন এই সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে আটক করা হয়। তখন তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ উদ্ধার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। এটার তদন্তের স্বার্থে আটককৃতদের পরিচয় জানানো হচ্ছে না।