
চুলকাঠি প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের কনকপুর গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে গতকাল রাতে খানপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাপ্পি কুমার সাহা (২২)কে হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করেছে সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীরা তার পকেটে থাকা দোকানের ২৭ হাজার টাকা ও একটি স্বর্নের চেন ছিনিয়ে নেয়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় এলাকাবাসি তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
আহত ছাত্রলীগ নেতা বাপ্পি খানপুর ইউনিয়নের কনকপুর গ্রামের প্রফুল্ল কুমার সাহার ছেলে। এঘটনায় আহত বাপ্পি সাহা বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনের নামে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত ছাত্রলীগ নেতা বাপ্পি ও তার পরিবার জানায়, পূর্ব শত্র“তার জের ধরে এই এলাকার মাজারুল শেখসহ কয়েকজনের সাথে বাপ্পির বিরোধ চলে আসছিল। গতকাল রাত ৯টার দিকে ইউনিয়নের ভট্টোখোলা এলাকা থেকে বাড়ি ফিরছিল বাপ্পি। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাজারুল শেখ, নাসিম শেখ, ইয়ামিন ও সুবজ শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাপ্পিকে হাতুড়ী ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে রাস্তায় ফেলে রেখে যায়। এসময় বাপ্পির ডাক চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।