
নিউজ ডেস্ক: গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ সোমবার দুপুরে সচিবালয়ে ঈদ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সম্প্রতিক সময়ে দেশের ওই দুটি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে না। কিন্তু এসব ঘটনায় এই সেক্টরে সামান্য ধাক্কা লেগেছে।
এছাড়া কওমি মাদ্রাসগুলোকে আধুনিকায়ন করার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসগুলো মান্ধাতার আমলের সিস্টেমে চলছে, সময়ে এসছে এগুলোকে আধুনিকায়ন করার।