
নিউজ ডেস্কঃ দেশের বিমানবন্দর সমূহের নিরাপত্তা সুসংহত করণ এবং সাম্প্রতিক সময়ের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বিষয়ে করণীয় সমূহ নির্ধারণে আগামীকাল সকাল ১০.৩০ মি. বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তাদের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন জরুরী বৈঠকে মিলিতি হবেন ।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জনান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ।