
নিউজ ডেস্ক: জামালপুর শহরে রেলওয়ে পুলিশের পিটুনিতে এক মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি মো. আব্দুল বারিক (৬৫) জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকার বাসিন্দা। তিনি সিটি ব্যাংকের জামালপুর শাখার নিরাপত্তারক্ষী ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্থানীয জিআরপি থানার ওসিসহ ৮ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে ।
আব্দুল বারিকের মেয়েজামাই মো. আলমগীর হোসেন বলেন, তার শ্যালক মাজহারুল ইসলাম বাবু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমবিএ মার্কেটিং বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য সকালে সাড়ে ৯টায় বাবু ৫ নম্বর আপ ট্রেনে ওঠেন। কিন্তু তাদের কয়েকজনের টিকেট ছিল আরেক বন্ধুর কাছে, যিনি অন্য বগিতে উঠেছিলেন। তাই বাবুর কাছে টিকেট না পেয়ে রেলওয়ে পুলিশ তাকে আটক করে জিআরপি থানা হাজতে ঢোকায়।
তিনি আরও বলেন, ছেলেকে আটকের খবর পেয়ে মুক্তিযোদ্ধা বারিক ঘটনাস্থলে যান। সেখানে জিআরপি থানার ওসি গৌরচন্দ্র মজুমদার ও কয়েজন কনস্টেবলের সঙ্গে তার কথা কাটাকাটি হলে পুলিশ তাকে মারধর করে।গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে বেলা ২টা ৪০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিন্তু এ ব্যাপারে ওসি গৌরচন্দ্র মজুমদার সাংবাদিকদের বলেন, ছেলেকে আটক করায় বারিক ক্ষিপ্ত হয়ে উঠলে কনস্টেবলরা তাকে মারধর করেন। তবে তিনি নিজে মারধর করেননি বলে দাবি করেন। আবার, এদিকে এ ঘটনায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম খোকা নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন।