
নিউজ ডেস্ক: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারোকান্দি দুই সীমানা এলাকা থেকে রহিম বাদশা (৩২) নামে এক মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি গ্রামের শাদা মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী বলেছেন, উপজেলার বারোকান্দি দুই সীমানা এলাকায় গতকাল রাত দেড়টার দিকে চালককে গলা কেটে হত্যার পর লাশ মাইক্রোবাসের ভেতর রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা সড়কের পাশে রাখা মাইক্রোবাসে গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেয়।
পরে আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা গতকাল রবিবার রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যার পর লাশসহ পাঁচবিবি এলাকায় মাইক্রোবাসটি রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিন্তু এখনও এই ঘটনার কারন জানা যায়নি। এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারে পুলিশ তদন্ত করছে।