
নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' জাহাঙ্গীর আলম (২০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত ১টার দিকে শহরের রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে এ ঘটনা ঘটে। তখন এই সময় ঘটনাস্থল থেকে ১৪৫ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গুলিবিদ্ধ ব্যক্তি জাহাঙ্গীর আলম শহরের রসুলপুর মধুমোল্লার ডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেছেন, রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে অভিযান চালানো হয়। তখন মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর অতর্কিতভাবে আক্রমণ করে ও পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে করে জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ব্যক্তি জাহাঙ্গীর আলমকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।