
আন্তর্জাতিক ডেস্ক: ল্যাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু এই ভূমিকম্পতে প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর এখনও পাওয়া যায়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রোসা জারাতে থেকে ৩৩ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
আবার, এদিকে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান করেছেন এই দেশটির প্রেসিডেন্ট রাফায়েল।