
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আজ বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয় এ বৈঠক শুরু হয় ।
বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মারশা ব্লুম বার্নিকাট ও যুক্তরাষ্ট্রের হাইকমিশনার মার্ক ক্লেটন উপস্থিত রয়েছে। তাছাড়া বৈঠকে উপস্থিত রয়েছে- গুলশানের থান্ডারবোল্ড অপারেশনাল হেড ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান, লে. জেনারেল সাব্বির ও ব্রিগেডিয়ার জেনারেল নাইন ।
এর আগে সকালে গুলশানে বার্নিকাটের বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন নিশা দেসাই। এরপর বেলা ১১টা ০৩ মিনিটে তিনি গুলশান হলি আর্টিজান হোটেলে যান এবং সন্ত্রাসীদের হামলায় নিহতদের শ্রদ্ধা জানান ।