News71.com
 Bangladesh
 11 Jul 16, 01:04 PM
 405           
 0
 11 Jul 16, 01:04 PM

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন মন্ত্রী নিশার বৈঠক ।।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন মন্ত্রী নিশার বৈঠক ।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। আজ বেলা পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয় এ বৈঠক শুরু হয় ।

বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মারশা ব্লুম বার্নিকাট ও যুক্তরাষ্ট্রের হাইকমিশনার মার্ক ক্লেটন উপস্থিত রয়েছে। তাছাড়া বৈঠকে উপস্থিত রয়েছে- গুলশানের থান্ডারবোল্ড অপারেশনাল হেড ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমান, লে. জেনারেল সাব্বির ও ব্রিগেডিয়ার জেনারেল নাইন ।

এর আগে সকালে গুলশানে বার্নিকাটের বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন নিশা দেসাই। এরপর বেলা ১১টা ০৩ মিনিটে তিনি গুলশান হলি আর্টিজান হোটেলে যান এবং সন্ত্রাসীদের হামলায় নিহতদের শ্রদ্ধা জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন