
নিউজ ডেস্কঃ কক্সবাজার জেলার সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পাকিস্তানি নাগরিকসহ ২ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ছোট দারোগার হাট এবং কুমিরার জোড়আমতলা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। তবে নিহত পাকিস্তানী নাগরিকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। অপর দুর্ঘটনায় নিহত যুবকের নাম মোহাম্মদ এমরান (৩৩)।
হাইওয়ে পুলিশের সীতাকুণ্ডের কুমিরা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ফাহান বলেন, ঢাকা থেকে প্রাইভেটকারযোগে ৪ জন চট্টগ্রামে আসছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে পাকিস্তানি একজন নাগরিক মারা যান। আহত হয়েছেন ৩ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
অপরদিকে, রাত পৌনে ৮টার দিকে কুমিরার কাছে জোড়আমতলা এলাকার রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী দ্রুত গতির একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলে মোহাম্মদ এমরান নামে এক যুবক নিহত হন। নিহত এমরান বার আউলিয়া এলাকার শাহজাহান চেয়ারম্যানের বাড়ির মৃত আবদুর রহমানের পুত্র। তিনি শ্বশুরবাড়ি যাওয়ার পথে জোড়াআমতল এলাকায় এই দুর্ঘটনার শিকার হন।