
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাস্থল থেকে গ্রেফতার জাহিদুল হকের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ সোমবার রাতে কিশোরগঞ্জের আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল সালাম খান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে। মামলার তদন্ত কর্মকর্তা মো. মুরশেদ জামান জাহিদুলকে রিমান্ডে নেয়ার বিষয়টি বলেছেন।
উল্লেখ্য, ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহের কাছে টহলরত পুলিশের উপর বোমা, গুলি ও চাপাতি নিয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে দুই পুলিশসহ ৪ জন নিহত হন। আহত হয়েছেন ১০ পুলিশ সদস্যসহ ১৩ জন। হামলাকারীদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরি রহমান নামে এক যুবক গুলিতে নিহত হন। এই ঘটনায় জড়িত সন্দেহে শফিউল ইসলাম নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। তখন সন্দেহভাজন হিসাবে জাহিদুল হককে গ্রেফতার করা হয়।