News71.com
 Bangladesh
 11 Jul 16, 12:19 PM
 343           
 0
 11 Jul 16, 12:19 PM

গাংনীতে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশসহ আহত ৪

গাংনীতে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশসহ আহত ৪

নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলায় মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ দুই ভাইকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ দল।

আহত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের গ্রাম পুলিশ জয়নাল আবেদীন (৩৫) ও তার বড় ভাই ময়নাল হোসেন (৪০)। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

আহত গ্রাম পুলিশ জয়নাল আবেদীন বলেন, ‘বড় ভাই ময়নাল হোসেনের ছেলে মুন্নাফ হোসেন ঈদের দিন বেড়াতে গেলে তার মোবাইল ফোনটি ওয়াসিম কেড়ে নেয়। রাত ৯টার দিকে ওই মোবাইল ফোনটি ওয়াসিমের কাছে চাইতে গেলে তিনি মুন্নাফ ও তার ছোট ভাই রিপনকে মারধর করে। ঘটনাটি তাদের কাছে জানতে গেলে লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষ আব্দুল হক, মইদুল ইসলাম ওয়াসিম, ইমাদুল ইসলাম ও সবদুল হোসেনসহ তাদের অনুগামী লোকলস্কর আমাদের উপর হামলা চালিয়ে আহত করে।’

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম রেজা বলেন, আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন