News71.com
 Bangladesh
 03 Aug 22, 09:43 AM
 1449           
 0
 03 Aug 22, 09:43 AM

রাবির 'এ' ইউনিটের ফল প্রকাশ।।পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ

রাবির 'এ' ইউনিটের ফল প্রকাশ।।পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে এক হাজার ৯০২টি আসনের বিপরীতে পাস করেছে ৩৩ হাজার ৩৬১ জন ভর্তিচ্ছু। পাশের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।মঙ্গলবার (২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে এ ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটে পাশের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮২ দশমিক ৮০। দ্বিতীয় শিফটে পাশের হার ৫৯ দশমিক ৭৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। তৃতীয় শিফটে পাশের হার ৬২ দশমিক ৩৩ ও সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ১৫ এবং চতুর্থ শিফটে পাশের হার ৫০ দশমিক ৩৯ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৬৫। এসময় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এবং এ ইউনিটের প্রধান সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেনসহ ইউনিটভুক্ত অনুষদসমূহের অধিকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন