
নিউজ ডেস্ক: রংপুরে চাঞ্চল্যকর জাপানের নাগরিক কুনিও হোশি হত্যার ঘটনায় জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ ৮ জঙ্গির নামে চার্জশিট দাখিল করা হয়েছে। গত ৩ জুলাই রংপুরের আমলী আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মাসুদ রানা বাদে অন্য ৭ জঙ্গী হলো- ইসাহাক, লিটন মিয়া, আবু সাইদ, সাদ্দাম, আহসান উল্লাহ, নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন।
গতকাল রবিবার রাতে কাউনিয়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাদের জিলানী চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করেন। আসামিদের মধ্যে মাসুদ রানা, ইসাহাক, লিটন মিয়া ও আবু সাইদ রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। বাকিরা সবাই পলাতক রয়েছে।
জাপানি নাগরিক কুনিও হোশি রংপুর মহানগরীর মুন্সিপাড়া এলাকায় জাকারিয়া বালা নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। গত বছরের ৩ অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোশি নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার ঘাসের খামার বাড়ি যাওয়ার পথে ৩ মুখোশধারী দুর্বৃত্ত তাকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
তারপরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।