
নিউজ ডেস্কঃ বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে এক সেমিস্টার অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) বেলাল আহমেদ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এর আগে পরপর ২ সেমিস্টার অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হতো। তাছাড়া আজকের বৈঠকে কোনো শিক্ষার্থী টানা ১০ দিন অনুপস্থিত থাকলে তার ব্যাপারে তথ্য দিলে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে ।