News71.com
 Bangladesh
 10 Jul 16, 08:14 PM
 402           
 0
 10 Jul 16, 08:14 PM

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পিস টিভি সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পিস টিভি সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।।শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

 

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পিস টিভি সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংএ তিনি এসব কথা জানান ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আজ এ বৈঠকটি শুরু হয়। বৈঠক সম্পর্কে তিনি বলেন, এটি কোনো নির্ধারিত বৈঠক নয়, ঈদের ছুটি শেষে জরুরি ভিত্তিতে এ বৈঠক ডাকা হয়। বৈঠকে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় গুলশানের অনুমোদন ছাড়া সকল হোটেল রেস্টুরেন্ট এবং স্কুল কলেজ সরিয়ে ফেলারও সিদ্ধান্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় ।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন