News71.com
 Bangladesh
 10 Jul 16, 08:05 PM
 383           
 0
 10 Jul 16, 08:05 PM

চট্টগ্রামে ভারতীয় নাগরিক আটক।।

চট্টগ্রামে ভারতীয় নাগরিক আটক।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে রণধীর দাশগুপ্ত নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। আজ রবিবার (১০ জুলাই) দুপুরে চট্টগ্রাম আদালত ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র উদ্ধার এবং ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পাসপোর্টে ঠিকানা উল্লেখ রয়েছে ৪/৪ বরিশা, কালীপদ মূখার্জী রোড, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত।

চট্টগ্রাম মহানগরীর বোয়ালখালী থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানিয়েছেন রণধীর পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে চট্টগ্রামে অবস্থান করছিল। রণধীন পরিচয় গোপন ও নাম পরিবর্তন করে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে থানায় ২টি মামলা, ১টি অভিযোগ ও ১টি সাধারণ ডায়েরি রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন