
নিউজ ডেস্কঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১জন নিহত ও ৩জন আহত হয়েছেন। আজ বিকেলে উপজেলার বেজহার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
এ বিষয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ অধির কুমার হালদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি মাইক্রোবাস(ঢাকা মেট্রো - চ- ১৫৮৮৩৩ নম্বর) আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক স্থানে পৌঁছালে চালক রাসেল খান নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশ্ববর্তি ডোবায় পড়ে যায় ।
এ সময় মাইক্রোবাসচালক রাসেল খান, যাত্রী ফরিদা বেগম, আঃ কাইযুম ও আকাশ গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাসেল খান ও ফরিদা বেগমের অবস্থার অবনতি হলে তাদেরকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টায় ফরিদা বেগম মারা যান। ফরিদার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলা সদরে। এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, পুলিশ বাসটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।