News71.com
 Bangladesh
 10 Jul 16, 03:34 PM
 522           
 0
 10 Jul 16, 03:34 PM

জঙ্গিদের জামিন দেওয়ায় সতর্ক হওয়ার আহ্বান জানালেন আইনমন্ত্রী

জঙ্গিদের জামিন দেওয়ায় সতর্ক হওয়ার আহ্বান জানালেন আইনমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় জঙ্গিদের জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রবিবার (১০ জুলাই) নতুন নিয়োগ পাওয়া সহকারী বিচারকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা সরকারের দিক থেকে বা নির্বাহী বিভাগের দিক থেকে যেটা করতে পারি, প্রসিকিউশন সার্ভিস যেটা আছে, তাদেরকে আমরা এই সব মামলায় জামিন না দিতে বিচারকদের প্রতি অত্যন্ত দৃঢ়ভাবে তাদের যুক্তি-তর্ক রাখতে বলেছি এবং বলছি।

মন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ না করে আমি শুধু এইটুকু অনুরোধ করব, দেশ ও জাতি আমাদের সকলের। সেই দিকে লক্ষ্য রেখে, দেশের আইনশৃঙ্খলা রক্ষার একটা বিরাট দায়িত্ব কিন্তু বিচার বিভাগেরও। সেই দিকে লক্ষ্য রেখে বিচার বিভাগকে তার সুবিবেচনায় অত্যন্ত কঠিন হতে আমি আবেদন করব।

গুলশানে জঙ্গি হামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী সাংবাদিকদের নিবৃত্ত করে বলেন, আমার বিশ্বাস যে প্রশ্ন করবেন, সেগুলো তদন্তকেন্দ্রিক না হলে ভাল হয়। কারণ আমি মনে করি, তদন্ত শেষ হওয়ার পর এতে কী কী বের হয়েছে, সে সম্পর্কে তথ্য দেওয়া উচিত। আমি শুধু আপনাদেরকে বলব, এই তদন্ত সঠিক পদ্ধতিতে এবং সঠিক দিকে এগুচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন