
নিউজ ডেস্কঃ পুলিৎজার পুরস্কার জয়ী নিউ ইয়র্ক টাইমসের সাবেক প্রতিনিধি সিডনি শনবার্গ মারা গেছেন, যিনি একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার খবরও প্রকাশ করেছিলেন। গতকাল নিউ ইয়র্কের পগকিপসি শহরে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর । তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে তার এক বন্ধুর বরাত দিয়ে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
উল্লেখ্য ১৯৭৫ এ কম্বোডিয়ায় গণহত্যার সংবাদ সংগ্রহের জন্য পুলিৎজার পুরস্কার পাওয়া এই মার্কিন সাংবাদিক একাত্তরে বাংলাদেশে পাকিস্তানিদের গণহত্যার বিবরণও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন। নিউ ইয়র্ক টাইমসের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক প্রতিনিধি ছিলেন তিনি । বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ডেটলাইন বাংলাদেশ নাইন্টিন সেভেন্টিওয়ান শিরোনামে একটি বই রয়েছে তার ।
মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সরকারের অনুমতি নিয়ে জুন মাসে আবার বাংলাদেশে আসেন শনবার্গ। তবে ঢাকা থেকে তার করা প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে ফের তাকে দেশ থেকে বের করে দেয় পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ। পরে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সম্মিলিত অভিযানের সঙ্গী হয়ে যশোর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন শনবার্গ, ১৬ই ডিসেম্বর বাঙালির বিজয়ের সাক্ষী ছিলেন তিনি ।
বাংলাদেশ সবাধীনের পরে যুদ্ধের খবর সংগ্রহে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যান শনবার্গ। পঁচাত্তরে কম্বোডিয়ায় খেমার রুজ শাসন আমলে গৃহযুদ্ধ ও গণহত্যার সংবাদ সংগ্রহের সময় সহযোগী ডিথ প্রাণের গেরিলাদের হাতে বন্দি হওয়া ও সেখান থেকে বেঁচে আসা নিয়ে দ্য ডেথ অ্যান্ড লাইফ অফ ডিথ প্রাণ শিরোনামে একটি বই লেখেন তিনি ।
১৯৮০ সালে প্রকাশিত ওই বই নিয়ে পরে দ্য কিলিং ফিল্ডস চলচ্চিত্র হয়। ১৯৫৯ সালে কপি লেখক হিসেবে নিউ ইয়র্ক টাইমসে যোগ দেওয়ার পর টানা ২৬ বছর সেখানে কাজ করেন শনবার্গ। কর্ম জীবনে তিনি পুলিৎজার ছাড়াও জর্জ পোল্ক মেমোরিয়াল পুরস্কাসহ সাংবাদিকতার অনেক সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি ।