News71.com
 Bangladesh
 10 Jul 16, 11:35 AM
 381           
 0
 10 Jul 16, 11:35 AM

পাবনায় পুলিশের হাতে আটক ২ জেএমবির সদস্য।।

পাবনায় পুলিশের হাতে আটক ২ জেএমবির সদস্য।।

নিউজ ডেস্কঃ পাবনার সুজানগরে জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ২ সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে পৌর এলাকার পালপাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানান সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম। আটককৃতরা হলেন সুজানগর উপজেলার গগনপুর এলাকার মো. সানাউল্লাহ (৩৫) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ওমর ফারুক (২৬)।

ওসি নূর ইসলাম বলেন, সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লায় সানাউল্লাহর বোনের বাড়িতে শনিবার রাতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন সানাউল্লাহ ও ওমর ফারুকসহ আরও অন্তত ১৫ জন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও সানাউল্লাহ ও ওমর ফারুককে আটক করা হয়।

তিনি জানান, পরে ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। আটক দুইজন জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য বলে দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের আরও ৪ সহযোগির নাম জানিয়েছেন। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন