
নিউজ ডেস্ক: খুলনা জেলা কারাগারের ভিতরে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে। কিন্তু জানা গেছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শনিবার রাতে এ ঘটনা ঘটে। কারাগার সূত্রে জানাযায় এ ঘটনার পর কারাগারের আশপাশে ও ভেতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খুলনার জেল সুপার কামরুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে কারাগারের ভেতরে পূর্ব পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি একটি গাছে লেগেছে। এতে করে কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, কারাগারের পার্শ্ববর্তী রাস্তা থেকে কেউ ককটেলটি ভেতরে ছুড়ে মেরেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। খুলনা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। কিন্তু কারা এবং কি উদ্দেশে এই ককটেল হামলা করেছে তা এখনও জানা যায়নি।