News71.com
 Bangladesh
 09 Jul 16, 10:13 PM
 356           
 0
 09 Jul 16, 10:13 PM

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই ।। শোলাকিয়ার ইমাম

বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই ।। শোলাকিয়ার ইমাম

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন শোলাকিয়া ঈদের জামাতের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ । তিনি জানান,দেশে আইএস বলে কিছু নেই। এখানে জামায়াত-শিবির আইএসের প্রোক্সি দিচ্ছে। যেখানে জামায়াত-শিবির আছে, সেখানে আইএসের প্রয়োজন পড়ে না। আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বিকেলে এক যৌথসভায় এমন মন্তব্য করেন তিনি। আগামী ১১ই জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস বিরোধী সমাবেশ সফল করার জন্য যৌথসভা আহ্বান করা হয়েছে ।

সভায় সভাপতিত্ব করেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামিলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সভায় বক্তব্য রাখেন আওয়ামিলীগের সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ। উপস্থিত ছিলেন ১৪ দলের কেন্দ্রীয় নেতারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন