News71.com
 Bangladesh
 09 Jul 16, 10:12 PM
 395           
 0
 09 Jul 16, 10:12 PM

আগামি ২১ জুলাইয়ের মধ্যে সারাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান মেননের

আগামি ২১ জুলাইয়ের মধ্যে সারাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান মেননের

 

নিউজ ডেস্ক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন আগামী ২১ জুলাইয়ের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন সম্পন্ন করার আহ্বান করেছেন।

তিনি বলেছেন, '১২ জুলাই প্রতিটি ওয়ার্ড ও থানায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠন করতে হবে। ধর্মের নামে যাতে কেউ সন্ত্রাস করতে না পারে এজন্য স্থানীয়ভাবে এই কমিটি জনগণকে সচেতন করে গড়ে তুলতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার বিকালে পল্টন কমিটি সেন্টারে স্থানীয় ১৪ দল আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান করেন। মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি বসিরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগন দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সিটি দক্ষিণে ওয়ার্ড কাউন্সিলর ও ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে কামাল চৌধুরী, আবুল হোসেন, কিশোর রায়, সেকান্দর আলী মিয়া, আবুল কালাম আজাদ, কবির আহমদ, আবুল বাশার, ফারুক আহমদ প্রমুখ।

রাশেদ খান মেনন কিশোরগঞ্জের শোলাকিয়ায় বৃহত্তম ঈদগাহ ময়দানে পুলিশ টহলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, ঈদের জামাতে যারা হামলা চালিয়ে পুলিশ ও নিরীহ মানুষ হত্যা করে তারা সন্ত্রাসী ছাড়া আর কেউ হতে পারে না। আমাদের তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন