News71.com
 Bangladesh
 09 Jul 16, 08:55 PM
 401           
 0
 09 Jul 16, 08:55 PM

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

নিউজ ডেস্ক: মাগুরার শালিখায় প্রতিপক্ষের হামলায় আ. জলিল মোল্লা (৪৫) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার চটক্বাড়য়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জলিল মোল্লা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আব্দুর গফুর মোল্লার ছেলে। জানা গেছে, তিনি আওয়ামী লীগ কর্মী ছিলেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, টেলিভিশন দেখাকে কেন্দ্র দুই দলের মধ্যে বিরোধ হয়। এটারই জের ধরে জলিল মোল্লা বাড়ি ফেরার পথে তার ওপর প্রতিপক্ষ লোহার রড় ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তখন তিনি গুরুতর আহত হন। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ব্যাপারে শালিখা থানায় এখন মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন