News71.com
 Bangladesh
 09 Jul 16, 08:53 PM
 361           
 0
 09 Jul 16, 08:53 PM

কুমিল্লায় নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: কুমিল্লায় আবুল বাশার নামের একজন নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার শামবকসী (বল্লবপুর) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আজ সকালে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহত আবুল বাশার বল্লবপুর গ্রামের ওই ব্যক্তি মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, আবুল বাশার (৩০) একই এলাকার ইসলামিয়া বিক্সে নৈশ প্রহরীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে তিনি কর্মস্থলে আসলেও আজ ভোরে বাড়ি ফিরেনি। সকালে স্থানীয়রা ওই ইট ভাটার অফিসে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

থানার এসআই নকুল বিশ্বাস বলেন, এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন