
নিউজ ডেস্কঃ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার যুক্তরাজ্যে অনুষ্ঠেয় ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু (আরআইএটি)-২০১৬ ও ‘ফার্নবুর্গ ইন্টারন্যাশনাল এয়ার শো’তে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু (আরআইএটি)-২০১৬ এবং ‘ফার্নবুর্গ ইন্টারন্যাশনাল এয়ার শো’তে অংশগ্রহণ করবেন। বিমান বাহিনী প্রধানের সফর ২ দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আইএসপিআর জানিয়েছে ।