News71.com
 Bangladesh
 09 Jul 16, 08:48 PM
 466           
 0
 09 Jul 16, 08:48 PM

সৈয়দপুরে ৫ জুয়াড়িকে কারাদণ্ড

সৈয়দপুরে ৫ জুয়াড়িকে কারাদণ্ড

নিউজ ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে ৫ জুয়াড়িকে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।আজ(৯জুলাই) শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মো. মুসা জঙ্গী তাদের এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রমোত্তর ছালুয়াপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আবু তালেব (২২), একই এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে আমিনুল (২১), ইসমাইলের ছেলে রব্বানী (২০), তাহের আলীর ছেলে মইনুল ইসলাম (৩১) ও আব্দুর রশীদের ছেলে এনামুল হক (২০)।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুপুরে জুয়া খেলার সময় পুলিশ ৫ জনকে আটক করে। তারপরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের এ রায় দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন