News71.com
 Bangladesh
 09 Jul 16, 07:14 PM
 401           
 0
 09 Jul 16, 07:14 PM

সাটুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

সাটুরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক-বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আহত হয়েছেন কমপক্ষে ৮জন। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে সেকেন্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই নিহত ব্যক্তিরা বাস ও ট্রাকের চালক বলেছেন পুলিশ।

পুলিশ বলেন, আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনার পরপর মহাসড়কে প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশের উদ্ধার অভিযান শেষে মহাসড়কে যানাবাহন চলাচল স্বাভাবিক হয়।

গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন