
নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকী ২ জন এখনও নিখোজ।
নিহতরা হলেন- ইসলাম সওদাগর (৪০), রুবেলের ছেলে ইমন (১৮) ও হানিফ মিস্ত্রির ছেলে রিজভী (১৫)। এরা সবাই উপজেলার সুয়াবিল ইউনিয়নের পূর্ব সুয়াবিল গ্রামের বাসিন্দা।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে হালদার ধুরং খালের নাছির উদ্দিন চৌধুরী ঘাটের কাছাকাছি এলাকায় তাদের মৃতদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক কামাল উদ্দিন ভুইয়া।
তার আগে, বোঝাই করে যাত্রী নিয়ে উপজেলার সুন্দরপুর থেকে সুয়াবিল যাওয়ার পথে গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে নৌকাটি ডুবে যায়। বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও দুই সহোদর ইমন ও রহিমসহ পাঁচজন নিখোঁজ হয়। আবার এদিকে, তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও রহিম (১৩) ও আরমান (১৮) নামে আরও দু'জন এখনও নিখোঁজ আছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।