
নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলা দক্ষিণ ফুলের ডেইর এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে উদ্ধারকৃত এই ইয়াবার দাম আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।
জানা গেছে, ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ানের অধীনস্থ হ্নীলা বিওপির কোম্পানি কমান্ডার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল গতকাল শুক্রবার রাতে এক অভিযান পরিচালনা করা হয়। হ্নীলা দক্ষিণ ফুলের ডেইল এলাকায় অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যায়। তখন এই সময় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি