News71.com
 Bangladesh
 09 Jul 16, 04:36 PM
 447           
 0
 09 Jul 16, 04:36 PM

পাবনার চাটমোহরে একজনকে কুপিয়ে হত্যা

পাবনার চাটমোহরে একজনকে কুপিয়ে হত্যা

 

নিউজ ডেস্ক: পাবনার চাটমোহরে নবীর হোসেন ওরফে নবাই (৪৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি নবীর চাটমোহর উপজেলার মূলগ্রামের মৃত মনছের আলীর ছেলে। তিনি চাটমোহর রেলওয়ে স্টেশনে কুলির কাজ করতেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, স্থানীয়রা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের জগতলা রেললাইনের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গতকাল রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, নিহত ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানাতে পারেননি।

ওসি জানান, বিষয়টি যেহেতু রেলওয়ের মধ্যে পড়েছে। সেহেতু জিআরপি পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে; তাদের বিষয়টি জানানো হয়েছে। জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর তাদের নিকট লাশ বুঝিয়ে দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন