News71.com
 Bangladesh
 08 Jul 16, 08:29 AM
 417           
 0
 08 Jul 16, 08:29 AM

জঙ্গি, সন্ত্রাস ও সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে দেশব্যাপী পবিত্র ইদুল ফিতর উদযাপিত

জঙ্গি, সন্ত্রাস ও সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে দেশব্যাপী পবিত্র ইদুল ফিতর উদযাপিত

নিউজ ডেস্ক: জঙ্গি, সন্ত্রাস ও সকল ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে দেশব্যাপী উদযাপিত হয়েছে মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতর। সারাদেশের ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজের পর ইমাম সাহেব বিশেষ খুৎবা পাঠ করেন এবং মুসল্লিদের নিয়ে বাংলাদেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মুনাজাতে অংশ নেন।

বরিশালে ঈদের প্রধান জামাত নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহে অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি করেন স্টীমারঘাট জামে মসজিদের ইমাম মাওলানা শিহব উদ্দিন। সিটি মেয়র আহসান হাবিব কামাল ও বিভাগীয় কমিশনার মো. গাউস এখানে নামাজ আদায় করেন। এ ছাড়া সকাল ৯টায় চরমোনই পীরের দরবারে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলার ৭টি উপজেলায় নির্বিঘ্নে এবং সুন্দর আবহাওয়ায় আজ ইদুল ফিতর উদযাপিত হয়েছে।

ঈদ জামাতসমূহে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাদারীপুরে পৌর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও জেলা পরিষদ প্রশাসক মিয়াজ উদ্দিন খান। জয়পুরহাট জেলায় ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। কুষ্টিয়া শহরের কোর্টপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহসহ একসাথে ১২৫টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ শহরের কালেক্টরেট ঈদগাঁহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জেলা পরিষদ প্রশাসক আলহাজ মো. মহিউদ্দিন অংশ নেয়। মাগুরা জেলায় শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুফতি রইসউজ-জামান ঈদের জামাত পরিচালনা করেন ।

সাতক্ষীরা বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এখানে ইদুল ফিতর উদযাপিত হয়েছে। শহরের প্রধান ঈদ জামাত মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। শরীয়তপুর জেলার প্রধান ঈদ জামাত শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলার ৬ উপজেলার ২ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন