News71.com
 Bangladesh
 07 Jul 16, 08:55 PM
 391           
 0
 07 Jul 16, 08:55 PM

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপর সতর্কতা নোটিশ জারি

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপর সতর্কতা নোটিশ জারি

নিউজ ডেস্ক: শোলাকিয়া ঈদ জামাতে সন্ত্রাসী হামলার ঘটনার পর পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপর সতর্কতা নোটিশ (ট্রাভেল অ্যালার্ট) জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক জরুরি বার্তার মাধ্যমে এ ভ্রমণ সতর্কতা জারি করা হয়।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জারি করা ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার মনে করে সন্ত্রাসী আক্রমণের ঝুঁকি সত্যি এবং বিশ্বাসযোগ্য।

তাই সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণের পরে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন সতর্কতার সঙ্গে বাংলাদেশ সফরের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে।

এদিকে, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের কিশোরগঞ্জ জেলা বা এর আশপাশে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন