News71.com
 Bangladesh
 07 Jul 16, 08:43 PM
 385           
 0
 07 Jul 16, 08:43 PM

'ঐক্য চাইলে খালেদাকে জামায়াত ছাড়তে হবে' ।। অর্থমন্ত্রী

'ঐক্য চাইলে খালেদাকে জামায়াত ছাড়তে হবে' ।। অর্থমন্ত্রী

 

নিউজ ডেস্ক: জাতীয় ঐক্যের জন্য খালেদাকে জামায়াত ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের শাহী ঈদগাহে ঈদের নামাজ শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘জামায়াত জাতির শত্রু’ এদের সঙ্গে কোনো আলোচনা বা ঐক্যের প্রশ্নই ওঠে না’।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে অর্থমন্ত্রী বলেন, খালেদা জিয়া এতোদিন পরে ঐক্যের কথা বলে ভালো কাজ করেছেন। কিন্তু ঐক্যের জন্য অবশ্যই জামায়াতকে ছাড়তে হবে।

তার আগে সকাল ৮টা ৩০ মিনিটে সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। ঈদের নামাজে এক কাতারে দাঁড়ান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী-শিল্পপতিসহ সকল স্তরের মুসল্লিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন