News71.com
 Bangladesh
 07 Jul 16, 03:10 PM
 357           
 0
 07 Jul 16, 03:10 PM

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়।।

গণভবনে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়।।

নিউজ ডেস্কঃপ্রতিবারের মতো এবারও ঈদের দিন গণভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল সাড়ে ৯টার পর পরই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিন, গণভবনে ঈদের শুভেচ্ছা আসেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ প্রমুখ।

এ সময় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সামজের দুস্থ শ্রেণীর মানুষও আজ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগ পাচ্ছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন