
নিউজ ডেস্ক: আজ সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজধানীসহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।আজ বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসেন মুসল্লিরা। এছাড়া নামাজে অংশ নেন নারীরাও। তখন একইভাবে সকাল ৭টা থেকে দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দেশের প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সচিব , সংসদ সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সর্বস্তরের জনগণ এতে অংশ নেন। ঈদের জামাত শেষে হওয়া মাত্রই ছোট-বড়, ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে ঈদ মোবারক, ঈদ মোবারক বলেই বুকে জড়িয়ে ধরেছেন একে অপরকে। একের পর এক সালাম, কোলাকুলি ও কুশলাদি বিনিময়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রমুখ আজ দেশবাসীকে মোবারকবাদ জানিয়েছেন।