News71.com
 Bangladesh
 07 Jul 16, 03:04 PM
 356           
 0
 07 Jul 16, 03:04 PM

আইএসের নাম করে হুমকিদাতাদের মধ্যে মডেল নায়লা নাঈমের সাবেক স্বামীও রয়েছেন

আইএসের নাম করে হুমকিদাতাদের মধ্যে মডেল নায়লা নাঈমের সাবেক স্বামীও রয়েছেন

নিউজ ডেস্ক: কথিত আইএসের ভিডিওতে বাংলাদেশে আরও জঙ্গি হামলার হুমকি দাতাদের মধ্যে মডেল নায়লা নাঈমের সাবেক স্বামী তুষার রয়েছেন বলে কয়েকটি সরকারি সূত্র বলেছেন।

তুষারের সঙ্গে ২০১১ সালে নায়লা নাঈমের বিয়ে হয়। তারপর ছাড়াছাড়ি হয় তাদের মধ্যে। পেশায় দন্ত্য চিকিৎসক তুষার গত প্রায় ২বছর ধরে নিখোঁজ। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং রাজউক থেকে এইচএসসি পাস করেন তুষার।

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ৪ দিনের মাথায় গতকাল বুধবার আইএসের নামে নতুন এই ভিডিও অনলাইনে আসে। সাইট ইন্টেলিজেন্সের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হচ্ছে, ওই ভিডিওবার্তা সিরিয়ার আইএস কথিত রাজধানী আর রাকা থেকে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন