
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের তিনদিন পর আমান উল্লাহ আমান (৩০) নামে এক বাক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ । গতকাল বুধবার (৬ জুলাই) দুপুরে উপজেলার দড়ি বিশনন্দী এলাকার ঈদগাহের পাশের পাট ক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আমান উপজেলার বিশনন্দী গ্রামের আবুল হাসেমের ছেলে।
আড়াইহাজার থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, আমানউল্লাহ বাক প্রতিবন্ধী ছিলেন। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। গত রবিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ বুধবার দুপুর ১২টা দিকে স্থানীয়রা উপজেলার দড়িবিশনন্দী এলাকার ঈদগাহের পাশের পাট ক্ষেতে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। লাশের কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।