
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দুই পুলিশ কনেস্টেবলসহ তিনজনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
আজ বুধবার (০৬ জুলাই) রাত সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে একটি প্রতিনিধিদল হাসপাতালে এসে তাদের হাতে অর্থ সাহায্য তুলে দেন।
পুলিশ কনেস্টেবল প্রদীন ও আলমগীর ঢামেক কেবিন ব্লকে চিকিৎসাধীন। এছাড়া মাইক্রোবাস চালক আবদুর রাজ্জাক রয়েছেন ওয়ার্ডে। প্রতিনিধিদলে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও ছিলেন এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফাইজুর রহমান।