
নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে বাসচাপায় আহত সেনা সদস্য সোহাগ মিয়া (৩৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহাগ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বালুয়াঘাট গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, মোটর সাইকেলে রংপুর আসার পথে মিঠাপুকুরে ভাবনা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। তখন গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।