
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামে রথযাত্রা উৎসবে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জগন্নাথপুর থানার ওসি মুরসালিন আহমদও রয়েছেন। আজ বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবকে ঘিরে জগন্নাথপুরে দুটি গ্রুপের সৃষ্টি হয়। এ দুই গ্রুপের মধ্যে গত কয়েকদিন ধরে চাপা উত্তেজনা বিরাজ করছিল। এ বিষয়টি স্থানীয় প্রশাসন সমঝোতার চেষ্টাও করেছিল। তবু আজ বিকেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজ বিকেলে জগন্নাথপুর গ্রামে স্থানীয় বাসুদেব বাড়িতে রথ নিয়ে যাওয়ার পথে নামহট্টের রথ একইপথ দিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এই নিয়ে উত্তেজনা দেখা দেয়। তারপরে পুলিশের হস্তক্ষেপে সার্বজনীন রথযাত্রা বাসুদেব মন্দিরে রাখা হয়। তখন এ সময় নামহট্টের রথ বের হলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ওসি মুরসালিনসহ ২০ জন আহত হন।
জগন্নাথপুরের ওসি মুরসালিন আহমদ বলেন, সংঘর্ষে তিনি নিজেসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।