News71.com
 Bangladesh
 06 Jul 16, 11:36 PM
 382           
 0
 06 Jul 16, 11:36 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ভারতনেতা নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা....

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে ভারতনেতা নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা....

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতীয় প্রধানমন্ত্রী আজ বুধবার বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনাকে ফোন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে শেখ হাসিনাও ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তাদের সমৃদ্ধি কামনা করেন।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সময়ে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে দুই সরকারের পক্ষ থেকেই দাবি করা হয়। গত ১ জুলাই গুলশানে জঙ্গি হামলার পরদিনও শেখ হাসিনাকে টেলিফোন করে যে কোনো সহযোগিতার জন্য ভারত প্রস্তুত আছে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ সেই জঙ্গি হামলায় ২০ জনকে হত্যা করা হয়, যাদের মধ্যে এক ভারতীয় তরুণীও ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন