
নিউজ ডেস্ক: নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন ২০ জন। আজ বুধবার দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আগুয়ানদী গ্রামে এ ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্র পরিণত হয়।
সেখানের প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুয়ানদী গ্রামের আওয়ামী লীগ নেতা মান্নান মেম্বার ও জলিল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক্বিতণ্ডা হয়। তারপরে তা রক্ষক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়। কয়েক ঘণ্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় দুলাল , শামীম ও ইলিয়াছ নামের ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের মধ্যে গাফ্ফার, হান্নান, কাজল, তাবারক, আরিফসহ ১০ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।