News71.com
 Bangladesh
 06 Jul 16, 06:00 PM
 375           
 0
 06 Jul 16, 06:00 PM

ঈদের দিন সড়ক ও জনপথ বিভাগের ছুটি ৬ ঘণ্টা

ঈদের দিন সড়ক ও জনপথ বিভাগের ছুটি ৬ ঘণ্টা

নিউজ ডেস্ক: ঈদে ঘরমুখো মানুষের যাত্রা ও ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মাত্র ঈদের দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছুটি দেয়া হয়েছে। তাছাড়া বাকি সময় তাদের রাস্তায় থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় ঈদে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার ঈদে মানুষের দুর্ভোগ ও দুর্ঘটনা কম হয়েছে। যানজট হয়নি, হয়েছে জনজট। জনজট, বৃষ্টি এবং রাস্তায় ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের কারণে যাত্রীদের কিছুটা দুর্ভোগ হয়েছে। ঈদে ঘরমুখো যাত্রী আর নাই। এখন চ্যালেঞ্জ হচ্ছে ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসা মানুষদের নিয়ে। তারা ঈদের ছুটি কাটিয়ে কিভাবে স্বাচ্ছন্দে কর্মস্থলে ফিরতে পারে সেই ব্যাপারে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এজন্য সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মাত্র ৬ ঘণ্টা ছুটি দেয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন