News71.com
 Bangladesh
 06 Jul 16, 03:41 PM
 365           
 0
 06 Jul 16, 03:41 PM

রাজশাহীতে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু।।

রাজশাহীতে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীতে সাপের কামড়ে রূমলি একতা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রূমলি একতা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শাহানাপাড়া এলাকার মৃত শুনিল একতার স্ত্রী। মৃত রূমলির স্বজনরা জানান, ঘরের বারান্দায় গত মঙ্গলবার রাতে রূমলি শুয়ে ছিলেন। রাতে তার হাতে সাপে কামড় দেয়। এ ঘটনায় পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে রূমলিকে উদ্ধার করে প্রথমে ওঝার কাছে নিয়ে যায়।

সেখানে অবস্থার অবনতি হলে রূমলিকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন