News71.com
 Bangladesh
 06 Jul 16, 03:08 PM
 368           
 0
 06 Jul 16, 03:08 PM

বাগেরহাটে মৎস ঘের থেকে যুবকের লাশ উদ্ধার।।

বাগেরহাটে মৎস ঘের থেকে যুবকের লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ বাগেরহাটের রামপাল উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সকালে খুলনা-মংলা মহাসড়কের পাশে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন একটি মৎস্য ঘের থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন জানান, সকালে স্থানীয়রা ওই এলাকার লিপনের মৎস্য ঘেরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হবে। তার পরনে কালো রংয়ের প্যান্ড ও শার্ট ছিলো। তবে তার শরীরে আঘাতে কোন চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, প্রায় এক মাস ধরে ওই যুবক এই এলাকায় ঘোরা ফেরা করতো। অনেকেই তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতেন। কীভাবে তার মৃত্য হয়েছে এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন