
নিউজ ডেস্ক: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পড়ে আছে গুলশান হামলায় যৌথ অভিযানে নিহত ৬ জন জঙ্গির লাশ। গতকাল মঙ্গলবার তাদের ময়নাতদন্ত সম্পন্ন হলেও এখন কেউ তাদের লাশ নিতে আসেনি তাদের পরিবার।
লাশ নিতে হলে তা পুলিশের মাধ্যমে নিতে হবে। এ ক্ষেত্রে যেসব প্রক্রিয়া আছে, তা নিয়ন্ত্রণ করছে পুলিশ। নিজে লজ্জিত জানিয়ে নিহত একজনের বাবা বলেন, ‘যেতে নিশ্চয়ই হবে। কেননা আমি তো বাবা। এটা তো আর অস্বীকার করতে পারব না।’
৬ নিহত জঙ্গির পরিবারের সদস্যরা বলেন, তাদের পরিবারের সন্তানদের ঘটনায় তারা লজ্জিত, মর্মাহত। এমন ঘটনা তারা ঘটাতে পারে, এটা বিশ্বাস করা ও কঠিন। তারা বলেন, বাসার সবাই ভেঙে পড়েছে। যে কারণে কেউ লাশ আনতে যাননি।
গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঢুকে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১৭ জন বিদেশি, ৩ জন বাংলাদেশিসহ ২০ জনের মৃত্যু হয়। জিম্মি উদ্ধার অভিযানে নিহত হন আরও ছয়জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।