
নিউজ ডেস্ক: দুই দিনের টানা বর্ষণে বান্দরবানের সঙ্গে ঢাকা ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সকালে বান্দরবানের পলুপাড়া ব্রিজ এলাকা প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে ঢাকা ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে ঈদে ঘরে ফেরা যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় লোকজন জানায়, জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এর মধ্যে বান্দরবান সদরের ইসলামপুর, আর্মিপাড়া, উজানীপাড়া, মেম্বারপাড়া এবং লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
নদীতীরবর্তী ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বসবাসকারী ও বন্যাদুর্গতদের জন্য কয়েকটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।