
নিউজ ডেস্কঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের প্রায় ৪০ গ্রামে আগামীকাল বুধবার (৬ জুলাই) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর সাহেব বাড়ির সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক ঈদুল ফিতর উদযাপনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সাদ্রা দরবার শরীফের পীর মরহুম ইসহাকের (রা.) অনুসারি সমেশপুর গ্রামের বাসিন্দা তানজিমুল ইসলাম মামুন সাংবাদিকদের জানান, বুধবার সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফের মাদ্রাসা ময়দানে প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে।
এতে ইমামতি করবেন মরহুম পীর সাহেবের বড় ছেলে বর্তমান পীর সাহেব মাওলানা আবু জোফার আব্দুল হাই।
যে সব গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হবে- হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, জাক্নি, প্রতাপপুর, রামচন্দ্রপুর ও বাসারা। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী, শাহরাস্তি ও কচুয়া উপজেলার কয়েকটি গ্রামের অংশ।
১৯৩২ সালে সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাক (রা.) এ মতবাদের প্রচলন শুরু করেন।